শরীফ সাথী
এদেশ আমার সবুজ শ্যামল
কমল বনে ছায়া ভরা,
অধির মনে চেয়ে দেখি
মমতারই মায়া ভরা।
নদী তীরে বৃক্ষ নীড়ে
পাখির দলে ছন্দ তোলে,
তীরের ঘাসের উষ্ণ ছোঁয়ায়
বসে সবাই মন্দ ভোলে।
ষড় ঋৃতুর এদেশ আমার
সবুজ চাদর মেলে আছে,
নীল আকাশের চন্দ্র রবি
মধুর প্রদীপ জ্বেলে আছে।
হরেক রকম ফুল ফসলের
দৃশ্য সুবাস গড়ে আছে,
রুপে রুপে অপরূপা
চারিদিকে ভরে আছে।