হেমন্ত কাল

16

মজনু মিয়া

খেতে পাকা সোনালি ধান
বাতাসে খায় দোল,
সারি সারি জালের কাঠি
নদীর দুইটা কূল।

খেতের কাজে দিন রাত কাটে
সময়ে নাই ঘুম,
খুশির বার্তা বয়ে আনে
পাকা ধানের চুম।

উঠান জুড়ে ধানের ঢিপি
পিঠা পায়েস হয়,
গান বাজনার আসর বসে
হলে পর সময়।