মাহাথির মোবারক
শরৎ এলো শরৎ এলো
গাইছে পাখি গান
শরৎ রাণীর আভাস পেয়ে
যায়য়ে ভরে প্রাণ।
বনের মাঝে ফুল ফুঠেছে
শিউলি জবা জুই
মনটা আমার হয়যে উদাস
ফুলগুলোকে ছুঁই।
বর্ষা গেলো শরৎ এলো
এই তো ঋতুর খেলা
নদীর দ্বারে কাশবনেতে
বইছে পাখির মেলা।
শরৎ এলে মনটা হাসে
হাসে নানান ফুল
কাশবনেতে যায় সে ভরে
নদীনালার কূল।