এক যুগ পর সমাবর্তন, নিরাপত্তার চাদরে শাবি

16

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় সমাবর্তন। দীর্ঘ এক যুগ পর বহুল প্রতীক্ষিত এ সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাড়ে ছয় হাজারেরও বেশী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিতে ক্যাম্পাসকে নতুন মোড়কে সাজানো হচ্ছে। এছাড়াও আগত শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে সমাবর্তন প্রচার উপকমিটি।
সোমবার (২ জানুয়ারী) তৃতীয় সমাবর্তন প্রচার উপ কমিটি আয়োজিত এক প্রেস কনফারেন্সে শাবি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের এসব কথা জানান সমাবর্তন প্রচার উপ কমিটির আহবায়ক প্রফেসর ড. ফয়সল আহম্মদ। তিনি বলেন, ‘আগত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৬ ও ৭ জানুয়ারী কস্টিউম, গিফট ও আমন্ত্রণপত্র বিতরনের স্থান ও তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সমাবর্তনে নিজে উপস্থিত হতে না পারলে নিয়ম মোতাবেক ‘অথরাইজড লেটার’ নিয়ে অন্য কেউ তার সনদ সংগ্রহ করতে পারবেন। সমাবর্তন গ্রাজুয়েটদের কস্টিউম, গাউন ও হুড কোনকিছুই ফেরত দিতে হবে না। সমাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
এছাড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন আয়োজনের জন্য গঠিত হয়েেছ ১৭টি আহ্বায়ক কমিটি। প্রতিটি কমিটি সর্মাবতনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে দিনভর কাজ করে যাচ্ছে। সর্মাবতনের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পাসে সাজছে নানা রংয়ে। রাস্তা মেরামত, ফাঁকা জায়গায় ফুলের গাছ লাগানো, ভবনে নতুন রং করাসহ গোলচত্বরে চলছে সৌন্দর্য় বর্ধনের কাজ। কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডলে তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সর্মাবতনের জন্য গ্রাজুয়েটদের সনদ বানানোর কাজ চলছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে।
শাবির তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে সেরা ফলাফল অর্জনের জন্য স্বর্ণপদক পাবেন ২০ জন কৃতি শিক্ষার্থী। স্নাতক পর্যায়ে ১১ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ৯ জন শিক্ষার্থী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।