নারীর ক্ষমতায়নে শিক্ষা ও দক্ষতার বিকল্প নাই —শামীমা শাহরিয়ার এমপি

11
অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রিন্ট ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতদের মধ্যে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শামীমা শাহরিয়ার এমপি।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ান এমপি বলেছেন, অধিকার আদায়ে প্রত্যেক নারীদের নিজ নিজ অবস্থানকে শক্তিশালী করতে হবে। রাজনৈতিক ও সামাজিক অবস্থানে মর্যাদাপূর্ণ আসন পেতে শিক্ষা ও দক্ষতার বিকল্প নাই। তাই নরীদের সম্মানজনক অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে শিক্ষা, সামাজিত ও অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রত্যেক নারীকে দক্ষ ও মানসিক ভাবে শক্তিশালী হতে হবে। নিজের অধিকার আদায়ের যুদ্ধে জয়ী হওয়ার নামই অপরাজিতা। অধিকার দানের কোনো বস্তু নয়, ন্যায্য অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। তাই, নিজেদেরকে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে শিক্ষা ও দক্ষতার বিকল্প নাই।
গতকাল ৯ ডিসেম্বর বুধবার নগরীর একটি হোটেলের হলরুমে এনজিও সংস্থা ‘প্রিপ ট্রাস্ট’ এর উদ্যোগে আয়োজি ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে নরীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন।
সংলাপ অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা ফয়সল কাদের, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন, এনজিও প্রিপ ট্রাস্টের পিসি. শেফালী বেগম, ওসমানী নগর মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চ্যেধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সুলতানা রুহি, এনজিও কর্মকর্তা, সিহাবুল ইসলাম খান, কামরুল ইসলাম, জুলিয়ানা রত্না গমেজ, পরিমল চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রকল্প সমন্বয়কারী ইখতেহার হোসেন ভূঁইয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর শরিফ উদ্দীন ভূঁইয়া। বিজ্ঞপ্তি