স্টাফ রিপোর্টার :
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, থানায় হয় দালাল থাকবে, অথবা পুলিশ থাকবে। যদি কোন ওসি এক্ষেত্রে সহযোগিতা না করেন তবে তাকে সংশ্লিষ্ট থানায় থাকতে দেওয়া হবে না। থানা দালালমুক্ত না হলে ওসিকে বদলী করা হবে।’ গতকাল শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনস-এর শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশের জনগণ এখনো পুলিশকে দেখলে ভয় পায়। জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। থানাগুলো দালালমুক্ত করাও কমিউনিটি পুলিশিং এর উদ্দেশ্য। এক্ষেত্রে প্রত্যেক পুলিশ সদস্যকে সহযোগিতা করতে হবে। অন্যথায় অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল হক বলেন, সমাজ থেকে অপরাধ দূর করা এবং জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। এ জন্য দেশের প্রতিটি অঞ্চলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করতে হবে। অন্যথায় শান্তি-শৃংখলা আসবে না।
তিনি সমাবেশে উপস্থিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে সমস্যা চিহ্নিত করতে হবে,সচেতনতা বাড়াতে হবে।’
জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ, মো. নিজাম উদ্দিন, ফারুক আহমদ ও নাছরিন সুলতানা প্রমুখ।