জীবন বহুরূপী

14

শিমুল হোসেন শূন্য

জীবন হলো নিরন্তর চলমান
জীবনের অর্থ বহুরূপী,
জীবন কারো কাছে সংগ্রাম
কারো কাছে রঙ তামাসা।
জীবনের স্বাদ-গন্ধ বহুরূপী
কারো নিকট জীবন অমৃত,
কারোর বা বুকজ্বলা হেমলক
জীবন কারো কাছে দুর্বোধ্য।

জীবন কারো কাছে যুদ্ধ
কারোর বা প্রেমময়,
কারো নিকট জীবন দুঃখ ব্যাথার।
জীবন কারো নুন-পান্তার থালা
কারো কাছে রাজকীয় মেনু,
জীবন কারোর অভুক্ত দিন-রাত।

জীবন বিশুদ্ধ বেকারের পকেট
কারো কাছে সংখ্যা হারানো অর্থকড়ি,
জীবন কখনো অর্থের প্রভাবে নষ্ট
কখনো বা অর্থবৃত্তের অভাবে।
জীবনের ছন্দ-রন্ধ্র বহুরূপী;
বহুরূপী জীবনের সমস্ত কর্ম।