মুহাম্মদ ইমদাদ হোসেন
বর্ষা বিদায় শরৎ এলো
ইচ্ছে জাগে মনে
ঘুরতে যাবো নদীরধারে
সাদা কাশের বনে।
কাশের ফুলের পরশ যেনো
মায়ের স্নেহ-আদর
আমার কাছে কাশের বনটা
ভালোবাসার চাদর।
ইশকুল শেষে ছুটির দিনে
কাশের বনে ছুটি
পাড়ার সকল বন্ধু মিলে
বাঁধি খেলার জুটি।
কাশফুলেরই কোমল ছোঁয়া
দোলা জাগে হৃদে
কাশের বনে ঘুরতে খেলতে
যাই ভুলে যাই খিদে।
শরৎ শোভা খুব মনোহর
মিটায় মনের তেষ্টা
শরৎ এলে খুব অপরুপ
সাজে প্রিয় দেশটা।