জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ১৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামত, জনমনে স্বস্তি

11
জগন্নাথপুরে চলছে রাস্তা মেরামতের কাজ।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ১৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামত কাজ হয়েছে। গত কয়েক দিন ধরে চলছে মেরামত কাজ। জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো সড়কের জগন্নাথ বাড়ি আখড়া থেকে সিলেটী বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ লাখ টাকা ব্যয়ে ৩৭৫ ফুট আরসিসি ঢালাই কাজ হচ্ছে। ১৩ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতা বিশিষ্ট কাজ এই প্রথম হচ্ছে বলে স্থানীয়রা জানান। এ ভাঙাচোরা রাস্তার কারণে দীর্ঘদিন মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। অবশেষে বেহাল রাস্তার মেরামত কাজ হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, এ রাস্তাটি আগে এলজিইডি এর ছিল। প্রায় এক বছর ধরে পৌরসভার অধীনে এনে বর্তমানে মেরামত চলছে। রাস্তাটি আয়তনে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার বেহাল দশার কারণে মানুষ অনেক কষ্ট পেয়েছেন। তাই জন ভোগান্তি লাঘবে পৌরসভার উদ্যোগে ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত কাজ হচ্ছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া হবিবপুর ও বৈঠাখালি এলাকার সড়ক ভাঙনে আংশিক মেরামত কাজ করা হয়েছে। যদিও সড়কগুলো এলজিইডির। জন স্বার্থে পৌরসভার উদ্যোগে কাজ করা হয়।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, জগন্নাথপুর উপজেলার সকল সড়কের মেরামত কাজ অচিরেই শুরু হচ্ছে। তবে পৌরসভার ভেতরে দায়িত্ববোধ থেকে কিছু কাজ পৌরসভা করছে।