শহরতলীতে সাড়ে ৩ লাখ টাকার আতশবাজির চালান আটক

6

স্টাফ রিপোর্টার

শহরতলী থেকে অভিযানে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৭ কার্টন বিভিন্ন ধরণের ভারতীয় আতশবাজি ও একটি ডিআই পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। রবিবার ভোর ৫ টার দিকে কালাগুল পুলিশ ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার লাউগুল দারাবাজার সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ গাড়ী ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশী করে একটি ডিআই পিকআপ গাড়িসহ (রেজি. নং-সিলেট মেট্রো. ন-১১-১৪৬৬) গাড়ীতে থাকা বস্তা দিয়ে মোড়ানো ৭ কার্টন বিভিন্ন ধরণের ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান।