আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

21

“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসন, সিলেট এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট ও আইডিয়া সিলেট এর সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই দিবস সংক্রান্ত ধারনাপত্র পাঠ করেন সৈয়দ মনির আহমদ, সদস্য, সনাক সিলেট। পরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুলিয়া যেসমিন মিলি, উপ-পরিচালক, জেলা তথ্য অফিস, সিলেট। আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া-সিলেট এর সহকারি পরিচালক নাজিম আহমদ, সনাক-সিলেট এর সভাপতি আজিজ আহমদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন। বক্তাগণ বলেন, তথ্য অধিকার আইন হচ্ছে সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার আইন। দেশের অন্যান্য সকল আইন সরকার তথা প্রশাসন জনগণের উপর ব্যবহার করে থাকেন; একমাত্র তথ্য অধিকার আইন এর মাধ্যমেই দেশের সাধারণ নাগরিকগণ প্রশাসন ও সরকারকে জবাবদিহির মুখোমুখি করাতে পারেন। বক্তাগণ আরো বলেন, এ আইনের এক দশক অতিবাহিত হলেও আইনটি সম্পর্কে এখনও অধিকাংশ মানুষ সচেতন নয়। তাই সাধারণ মানুষকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এ আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করতে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আলোচনা সভায় সনাক-টিআইবির পক্ষ থেকে নি¤েœাক্ত সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি