সি আর দত্ত বীর উত্তম’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

15

সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১; এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার (৪নং সেক্টর) মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীর উত্তম তাঁর মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১: সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার সি আর দত্তের বিশাল ভূমিকা ও পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে “সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ এর গঠনে ও যুদ্ধাপরাধীদের বিচার সুনিশ্চিত করতে বিশাল ভুমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ : মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা তথা তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) প্রথম ডাইরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দেশপ্রেমিক বীর সেনানী মেজর জেনারেল (অবঃ) চিত্তরঞ্জন দত্ত (সি,আর দত্ত) বীরউত্তম এর মহাপ্রয়াণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা প্রয়াতের বিদেহী আত্মার চির শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখরায় সন্ধ্যা সাতটায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ ও পূজা পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
প্রার্থনা সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এর কেন্দ্রীয় সদস্য রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলা শাখর ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সহ সভাপতি মলয় পুরকায়স্থ, তপন মিত্র, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ঐক্য পরিষদের বিশ্বনাথ থানা সভাপতি মানিক লাল দে, ঐক্য পরিষদ নেতা জিডি রুমু, এডভোকেট বিভাবসু গোস্বামী, অখিল বিশ্বাস, নিরঞ্জন চন্দ্র চন্দ,উজ্জল রঞ্জন চন্দ, অরুন বিশ্বাস, অরিজিত রায় রাকু প্রমুখ। এছাড়াও সিলেট বৌদ্ধ মন্দির ও খৃষ্টান মিশনে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগ : মহান মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার, মেজর জেনারেল (অব.) সি. আর. দত্ত (বীর উত্তম) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
২৫ আগষ্ট মঙ্গলবার শোক বার্তায় নগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতির এই বীর সন্তানকে প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। মহান মুক্তিযোদ্ধে তাঁর গৌরবময় ভূমিকার জন্যে বাংলাদেশের মানুষের স্মৃতিতে ও জাতিয় ইতিহাসে তিনি থাকবেন শ্রদ্ধার আসনে।
নেতৃবৃন্দরা আরো বলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম : মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম এর মৃত্যুতে মৃত্যুতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা : মহান মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি. আর. দত্ত (বীর উত্তম) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক কৃপেশ পাল প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, এই গুণী ব্যক্তির মৃত্যুতে জাতি হারালো এক মহান নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হারালো এক অভিভাবক। তাঁর মৃত্যুতে পরিষদের যে ক্ষতি হলো তা অপূরণীয়। বিজ্ঞপ্তি