মোঃ আলাউদ্দিন তালুকদার
আমি কাকে – ভালোবাসি ?
নিজেও জানি না,
যাকে-ই আমি ভালোবাসি
ভুলতেও পারি না!
ভালোবাসি, ভালোবাসে
স্বজন চিত্তে সেও আসে,
কচুরিপানার মতো ঠেলে
দূরে গিয়ে কেন হাসে!
হাসে ভালো, মন্দ নয়
তার যদি ভালো হয়,
তবু ভালোবাসি তারে
আমার মনে দ্বন্দ্ব নয়!
ভালোবাসি, ভালোবাসে
এতে কোন ত্রুটি নাই,
যৌবন কালে সেই যে ছিলো
ভালোবাসার খুঁটি ভাই!
আজ হয়তো আছে কোথাও
আছে সুখের নীড়ে,
আসবে না আর কোনদিন
সুঁতাং নদীর তীরে!