মানববন্ধন ও সমাবেশ ॥ ব্যবসা টিকিয়ে রাখতে প্রণোদনা চান ডেকোরেটার্স মালিকরা

15
প্রায় ৫ হাজার শ্রমিককে আর্থিক অনুদান ও ডেকোরেটার্স মালিকদের প্রণোদনা প্রদানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করে সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতি।

প্রায় ৫ হাজার শ্রমিককে আর্থিক সাহায্য ও ডেকোরেটার্স ব্যবসাকে টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা দাবি করে মানববন্ধন করেছে সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতি। রবিবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে হাজারো ডেকোরেটার্স মালিক ও শ্রমিক অংশ নেন। এছাড়া কয়েকটি উপজেলা সংগঠনের পক্ষ থেকে পৃথক ব্যানার নিয়ে মানববন্ধনে ডেকোরেটার্স মালিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- মহামারী করোনার কারনে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ রয়েছে ডেকোরেটার্স ব্যবসা। বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে স্বাস্থ্য বিধির বাধ্য বাধ্যকতার কারণে অনুষ্ঠান বন্ধ থাকায় ডেকোরেটার্স ব্যবসায় ক্ষতি হচ্ছে। আবার কবে ব্যবসা চালু হবে সেটিও কেউ জানে না। এই অবস্থায় ডেকোরেটার্স মালিকদের লাখ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গেছে। দোকান ভাড়া ও শ্রমিক বেতনও দেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলেন- সিলেট জেলায় প্রায় ৪০০ ডেকোরেটার্স রয়েছে। এর সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক গত ৪ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে প্রণোদনা চেয়ে আবেদনও করা হয়েছে। বক্তারা মানববন্ধনে দ্রুত ডেকোরেটার্স শ্রমিকদের আর্থিক সহযোগিতা ও মালিকদের ব্যবসা টিকিয়ে রাখতে সরকার থেকে সহজ শর্তে প্রণোদনা প্রদানের দাবি জানান তারা।
মানববন্ধন ও সমাবেশ চলাকালে সংহতি জানিয়ে এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক মো. বাবলা খাঁনের সভাপতিত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ শামসুল হকের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম আহবায়ক বিভাস শ্যাম যাদন, সদস্য সচিব আতাউর রহমান ইকবাল, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল জব্বার, যুগ্ম কোষাধ্যক্ষ রতিন্দ্র দাশ রতি, সদস্য, মো. রাসেল আলী, মো. আব্দুল মজিদ চৌধুরী, মো. সেলিম, মনা, মো. নাসিম, মো, নাঈম, মো. সুমন, মো. আমির হোসেন, মো. রিপন, মো, আসাদ উদ্দিন, মো. আব্দুল মজিদ, মাজারুল ইসলাম ইমন, জমির উদ্দিন, জুয়েল আহমদ, আলমগীর, হেলাল আহমদ, বিশ্বনাথ ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি মো. আবুল লেইস, সাধারণ সম্পাদক শঙ্কর দাশ, জকিগঞ্জ থাকার ব্যবসায়ী আব্দুল মজিদ চৌধুরী, কানাইঘাট থানার ব্যবসায়ী শামীম আহমদ, বিয়ানীবাজারের ব্যবসায়ী দুলু মিয়া, গোলাগঞ্জের বশির উদ্দিন, কোম্পানীগঞ্জের মো, জুয়েল ও দক্ষিণ সুরমার পিন্টু খান প্রমুখ। বিজ্ঞপ্তি