শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষাক্ষেত্রে যেটুকু ক্ষতি হবে তার সম্পর্ন দায় বিএনপি-জামাতকে নিতে হবে। দেশব্যাপী হরতাল অবরোধ, অগ্নি সংযোগ, বোমা মেরে মানুষ হত্যা করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। যথাসময়ে এইচ এসসি পরীক্ষা হবে কোন ধরনে ব্যত্যয় ঘটবে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করবে দেশের মানুষ। বর্তমান সরকারে মূল লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে উন্নত শিখরে নিয়ে যাওয়া। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যত তাদেরকে ধ্বংস করে বিএনপি-জামায়াত বাংলাদেশকে মেধাশূন্য করতে চায়।
তিনি গতকাল মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের নব নির্মিত গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান, কলেজ পরিদর্শক মোস্তাফা কামাল, বিদ্যালয় পরিদর্শক কবির আহমদ, উপ-পরিচালক জাহাঙ্গীর আহমদ, শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম খান, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিদন, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশাহিদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি