পাসকপের উদ্যোগে ভূমির কাগজপত্র সংরক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

12

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিসরীয়র কেজেডএফ এর অর্থায়নে গত মঙ্গলবার পাসকপ কার্যালয়ে দিনব্যাপি ভূমির কাগজপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মশালায় পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী এর পরিচালনায় শুভ উদ্বোধন করেন পাসকপ এর নির্বাহী প্রধান শ্রী গৌরাঙ্গ পাত্র। পাসকপের কম এলাকার উপকারভোগীদের মধ্য থেকে মোট ২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে কর্মশালায় প্রধান সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা। তিনি ভূমির কাগজপত্র কিভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায় সে সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি ভূমির কোন সমস্যার সম্মুখীন হলে তা কিভাবে বা কোন সরকারী অফিসে গিয়ে কোন ধরনের সহযোগিতা পাওয়া যাবে সে সম্পর্কেও বিস্তর আলোচনা করেন। বিজ্ঞপ্তি