৩১৮ বাংলাদেশী ভারত থেকে ফিরলেন

7

কাজিরবাজার ডেস্ক :
করোনা পরিস্থিতিতে ভারতের দিল্লি ও চেন্নাইয়ে আটকে পড়া আরও ৩১৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
শনিবার (২ মে) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দফায় দিল্লি থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ১৫১ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ১৬৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। দিল্লি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ভারতে চিকিৎসার জন্য যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন।
এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিছু বাংলাদেশি শিক্ষার্থীও এ ফ্লাইটে এসেছেন। দিল্লি থেকে যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ ইমরানের নেতৃত্বে দূতাবাসের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা দেন।
আগামী ৩ দিনে মুম্বাই , কলকাতা ও দিল্লি থেকে বাংলাদেশ বিমানে আরও প্রায় ৪শ’ বাংলাদেশি ফিরবেন বলে জানিয়েছে হাইকমিশন।