স্পোর্টস ডেস্ক :
মোস্তাফিজুর রহমানের পেস আগুনে পুড়ল খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে মোস্তাফিজের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। ম্যাচটিতে ৩.৫ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ।
এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকটে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনার দেয়া ৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম।
চট্টগ্রামের ওপেনার লিটন দাস হাফ সেঞ্চুরি করেন। ৪৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৬ রান করে আউট হন সৌম্য সরকার। ৫ রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১টি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৮৬ রান করে অলআউট হয় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ইমরুল কায়েস। দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচেও ফ্লপ। ওপেনিংয়ে নেমে সাকিব ৭ বলে ৩ রান করে বিদায় নেন। চার নম্বরে নেমে ২ বলে ১ রান করেন রিয়াদ।
ইনিংসের প্রথম ওভার থেকে উইকেট পতন শুরু হয় খুলনার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। চট্টগ্রামের বোলারদের তোপের মুখে প্রতিরোধ গড়তে পারেননি কোনো ব্যাটসম্যান। মোস্তাফিজ ছাড়াও অন্য দুই উইকেটশিকারি বোলার হলেন নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলাম। নাহিদুল ৪ ওভারে ১৫ রান দিয়ে দুইটি উইকেট নেন। তাইজুল ৩ ওভারে ৩০ রান দিয়ে দুইটি উইকেটের দেখা পান।
এর আগে গত বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম। ওই ম্যাচে ঢাকাকে ৮৮ রানে অলআউট করেছিল চট্টগ্রাম। চট্টগ্রাম ২ ম্যাচ খেলে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে। আর তিন ম্যাচে ১ জয় নিয়ে খুলনা আছে ৩ নম্বর অবস্থানে।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৯ উইকেটে জয়ী গাজী গ্রুপ চট্টগ্রাম।
জেমকন খুলনা: ৮৬ (১৭.৫ ওভার)
(এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহীদুল ৫, রিশাদ ০, হাসান মাহমুদ ১*, আল-আমিন হোসেন ০; নাহিদুল ২/১৫, শরিফুল ০/১৯, মোস্তাফিজ ৪/৫, তাইজুল ২/৩০, মোসাদ্দেক ০/৯, সৌম্য ০/৬)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ৮৭/১ (১৩.৪ ওভার)
(লিটন ৫৩*, সৌম্য ২৬, মুমিনুল ৫*; আল-আমিন হোসেন ০/১১, সাকিব ০/১৪, হাসান মাহমুদ ০/১৭, শামীম ০/১১, শহীদুল ০/৭, মাহমুদউল্লাহ ১/১৬, রিশাদ ০/১০)।
ম্যাচ সেরা: মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)।