ফুলকলিসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

17
ক্রেতার কাছে বিক্রি করা ফুলকলির নষ্ট পাটিসাপটা।

স্টাফ রিপোর্টার :
নগরীর তালতলা ফুলকলিসহ ৩টি প্রতিষ্ঠানকে পৃথক অভিযান চালিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
জানা গেছে, ফুলকলির তালতলা শাখায় পচা ও দুর্গন্ধযুক্ত পাটিসাপটার বিক্রির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন সাংবাদিক আবু তালেব মুরাদের পুত্র আবীর মো. মুমিত। এ অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে সত্যতা পেয়ে গতকাল মঙ্গলবার সকালে ফুলকলির তালতলা শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। আবু তালেব মুরাদ নিজেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
এদিকে,গতকাল মঙ্গলবার নগরীর সোবহানীঘাট ও নয়াসড়ক এলাকায় ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ যৌথ অভিযান পরিচালনা করেছে ৭ এপিবিএন, সিলেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সোবহানীঘাটের মোসাফির রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও নয়াসড়কের আড্ডা রেস্টুরেন্টকে ৮ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এএসআই মো. শরিফুল ইসলাম।