আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের নৌকার মাঝি ড. এ কে আব্দুল মোমেন নিজ নির্বাচনী এলাকা সিলেটে এসেছেন।
তিনি মঙ্গলবার বিমানের ৪০১ ইএ ফ্লাইটে দুপুর সিলেটে এসে পৌঁছান।
সিলেটে পৌঁছেই তিনি শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরবর্তীতে শাহপরান (র.) ও গাজী বোরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তার রায়নগরস্থ পারিবারিক গোরস্থান জিয়ারত করবেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর অাওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাজার জিয়ারত শেষে ড. এ কে আব্দুল মোমেন বলেন, সবাইকে নিয়ে আমি জিয়ারত করতে এসেছি। জয় পরাজয় সেটা বলতে পারব না, তবে আমার বিশ্বাস জনগন অব্যশই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে।
সিটি নির্বাচনের কথা উল্লেখ্য করে তিনি বলেন, জয় পরাজয় হতেই পারে। অনেকেই এটাকে কোন্দল বলে অভিযোগ করেছেন, এটা আসলে ঠিক নয়। সবাই আমার সাথে আছেন।
তিনি বলেন, আমি শতভাগ আশাবাদি আমাদের জয় হবেই। আর আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে এই ১০ বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই অনেক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আগামি নির্বাচনে জয় লাভ করতে হবে।