স্টাফ রিপোর্টার :
সিলেটের ঐতিহ্যবাহী কীন ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া ও এর সৌন্দর্য বর্ধনের পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেটের ঐতিহ্যবাহী কীন ব্রীজ মেরামত কাজ পরিদর্শনকালে এ প্রশংসা করেন।
রাষ্ট্রদূত কীন ব্রীজের উত্তর পারে গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে ব্রীজের দক্ষিণ পার পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজাদের ঘড়ি দেখে মুগ্ধ হন। তিনি বলেন, কীন ব্রীজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। রাষ্ট্রদূত আলী আমজদের ঘড়ির সায়রন শুনে মুগ্ধ হয়ে ঘড়ির প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, কীন ব্রীজের মেরামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। কীন ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর পদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাঁটার ব্রীজ। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এই ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কীন ব্রীজ একটি ঐতিহ্যবাহী ব্রীজ। এই ব্রীজ ব্রিটিশদের তৈরি। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেট সফরে আসলে তিনি ব্রীজ সফরে আসেন। ব্রীজের দুই পার ঘুরে দেখেন এবং ব্রীজের রক্ষণাবেক্ষণে তার সরকারের সহায়তা থাকবে বলে জানান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।