পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি বলেছেন, স্বপ্ন বড় দেখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলার বড় স্বপ্ন দেখেছিলেন বলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনিও বড় স্বপ্ন দেখেন। এজন্য বাংলাদেশ আজ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছেন,সুনাম অর্জন করেছেন তাদের জীবন বড় কষ্টের। তিনি বরাক ওবামা ও বিল ক্লিনটনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তারা জীবন যুদ্ধে জয়ী হয়েছিলেন বলেই স্বপ্ন নিয়ে এতদূর এগিয়ে আসতে পেরেছিলেন। রায় নগর সরকারী শিশু পরিবার (বালিকা), বাগবাড়ী সরকারী শিশু পরিবার (বালক) ও ছোটমনি নিবাসের নিবাসীদের উদ্দেশ্যে বলেন তোমাদের বহুদূর এগিয়ে যেতে হবে। এজন্যে লক্ষ্যে পৌছতে ইচ্ছা, অধ্যবসায় ও বড় স্বপ্ন থাকতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে রায় নগর শিশু পরিবার (বালিকা) বাগবাড়ী সরকারী শিশু পরিবার (বালক) ও ছোটমণি নিবাসের নিবাসীদের আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সামাজিক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহ ব্যবস্থাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য বেগম রোকেয়া পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ সিলেট শাখার সভাপতি সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুর রফিক, রায় নগর শিশু পরিবার (বালিকা) ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুবুল আলম খাসনবিস, রায়নগর দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী সাফওয়ান আহমদ, খাদিম পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসর আহমদ, জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, বাগবাড়ী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক জয়তি দত্ত প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাগবাড়ী সরকারি শিশু পরিবার (বালক) এর নিবাসী মোজাম্মেল হোসেন, ও পবিত্র গীতা পাঠ করেন সরকারি শিশু পরিবার (বালিকা) এর নিবাসী লিপি রানী দাস। বিজ্ঞপ্তি