ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন এই শ্লোগানকে সামনে রেখে ফুড ব্যাংকিং টিম সিলেট এর নিজ উদ্যোগে শুক্রবার রাতে অসহায় মানুষের কাছে খাবার বিতরণ করা হয়। সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, কাজীটুলা, নয়াসড়ক, নাইরওপুল, জেলরোড, সোবহানীঘাট, ক্বীন ব্রীজ, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, কাজীর বাজার ব্রীজ, রেল স্টেশন সহ নগরীর প্রতিটি পয়েন্টে ফুটপাতে না খেয়ে ঘুমিয়ে থাকা অসহায় মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
সমাজের অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে সিলেটে এ সংগঠন কাজ করে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান সহ যাবতীয় অনুষ্ঠানের অবশিষ্ট খাবারটুকু ডাস্টবিনে না ফেলে এ সংগঠনকে জানালে তারা নিজ উদ্যোগে খাবারগুলো নিয়ে অসহায় মানুষের মুখে দেবে। তাদের সাথে যোগাযোগ করতে কল সেন্টার ০১৭১৭০৪০৭৯৬, ০১৭১৭৭২৬৬৫৯। যেকোন প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৫৮৮৫৬২৭।
শুক্রবার রাতে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মাহবুব খান, রাসেল মিয়া, বাবুল আহমদ, তাইনুল ইসলাম, রেশমা জান্নাতুল রুমা, জাহিদ হাসান, রাকুল সিনহা, প্রণয় দাস, তারেক আহমদ, মুহিবুর রহমান, রবিউল আলম, মজনু চৌধুরী, মিছবাউল হক, তানভীর তালুকদার, আব্দুল্লাহ ইবনে ফারুক, জামিল আহমদ, হুমায়ূন রশিদ, আমির আহমদ, ইলিয়াছ আহমদ, আলা উদ্দিন আহমদ, নাহিয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি