স্কাউটের গুণাবলী অর্জন করতে হলে প্রশিক্ষণ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে – মিন্টু চৌধুরী

11

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্কাউটস সভাপতি মিন্টু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। মুজিব বর্ষে দক্ষিণ সুরমা উপজেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা করা হল। স্কাউটের গুণাবলী অর্জন করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে। আগামী সুখী সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে।
তিনি গত ২৭ জানুয়ারী সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার কুচাইস্থ সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ১৬ ও ১৭ তম পিএল কোর্স, ৬ষ্ঠতম কাব হলিডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটস সহ সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক বেলাল আহমদ এর সভাপতিত্বে ও জেলা স্কাউটস সম্পাদক, উপজেলা প্রাক্তন সম্পাদক মোঃ মকব্বির আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তুমপুর এর প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজমুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, রাখালগঞ্জ কে,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান গৌরপদ দত্ত, শাহ জালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার পাল। বিজ্ঞপ্তি