সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষ খাঁটি মুমিন বান্দায় পরিণত হতে পারে – পররাষ্ট্র মন্ত্রী

28
মৌলভীবাজার সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, মাহে রমজান তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন ও প্রশিক্ষণের মাস। রোজাদারগণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ক্ষুধা, তৃষ্ণা, কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি রিপু দমনপূর্বক সিয়াম সাধনা করেন। সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষ খাঁটি মুমিন বান্দায় পরিণত হতে পারে। একজন মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়বান্দা। আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয়বান্দা হিসেবে নিজেকে তৈরী করতে হবে।
তিনি গতকাল ১৮ মে শনিবার সিলেট নগরীর ধোপাদীঘিরপারস্থ একটি হোটেলে সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার সমিতির সভাপতি হাজী এম এ মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র ও সমিতির উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, তাকওয়া অর্জনের মাস রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিচালিত করতে হবে। তবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সমিতির অর্থ সম্পাদক মোঃ আলীম উদ্দিন মান্নানের পরিচালনায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক ডাঃ আজিজুর রহমান, এডভোকেট আব্দুল খালিক, জামিল আহমদ চৌধুরী, এম.এ গনি, দেওয়ান তৌফিক মজিদ লায়েক। বিজ্ঞপ্তি