মুক্তি পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ

42

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
রবিবার (২ ডিসেম্বর) বাদ আসর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানান। এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের ব্রেঞ্চ থেকে এসএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর ৫১৩/১৮ মামলায় জামিন পান তিনি। সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রবিবার তিনি মুক্তি পান। আলী আহমদের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম।
সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমান থেকে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ। বিজ্ঞপ্তি