কোম্পানিগঞ্জে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান : বন্যার্ত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে

4

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী বলেছেন, বন্যার্ত মানুষের কাছে এখন শুকনো খাবার পৌঁছে দেয়া এবং বন্যার পানি নেমে যাবার পর তাদের ক্ষতিগ্রস্থ বাড়িঘর মেরামতে দ্রæত ব্যবস্থা নেয়া খুব বেশি প্রয়োজন। এজন্যে রেডক্রিসেন্টের পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলে বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা রেড ক্রিসেন্ট-এর পক্ষ থেকে কিছু করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।
তিনি কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার বিতরণকালে একথা বলেন। গত শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলার চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোসাইটির চেয়ারম্যানের সাথে ছিলেন আইএফআরসি-এর বাংলাদেশের কান্ট্রি ডেলিগেশন আলবের্তো বোকেইনাগারা, রেডক্রিসেন্টের ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ঢাকা-এর ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ চৌধুরী রুহেল, সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আবদুর রহমান জামিল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মজির উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদ, বৃন্দাবন চন্দ্র মÐল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন, তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান, প্রবাসী নেতা মঈনুল হোসেন, ইছাকলস ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ও সাইদুর রহমান, যুব প্রধান পলাশ গুন প্রমুখ।