মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ স্বপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ জুলাই) বিকালে নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে সরকারী বাসভবনে আইসোলেশনে আছি।
রবিবার পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন।
প্রসঙ্গত মীর নাহিদ আহসান মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন।গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৩২ জন।