সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ গ্রেফতার ২৯

20

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:
সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ কর্মী-সমর্থকসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে সুনামগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে পুলিশ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। জেলা সদর ও বিভিন্ন উপজেলায় সদরে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাসমূহে গোপন নজরদারি অব্যাহত রয়েছে। এজন্য পুলিশের ডিবি ও ডিএসবির একটি বিশেষ টিম কাজ করছে।
এছাড়া নাশকতার আগাম তথ্য সংগ্রহ করতে চৌকস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তৎপর রয়েছে। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের গোপনে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।