শাবিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি কার্যক্রম শুরু ১১ নভেম্বর

31

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারে বিভিন্ন ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
ভর্তি কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান। এদিকে গতবছরের তুলনায় এবছর ভর্তি ফি ২৬৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৫০০ টাকা। যা গতবছরে ছিল ৬৮৫০ টাকা।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান জানান, ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সকাল ৯ টায় বি ইউনিটে মেধাতালিকার ১-৬০০ পর্যন্ত ও পরদিন ১২ নভেম্বর একই ইউনিটের ৬০১ থেকে ৯৮০ পর্যন্ত ও সংশ্লিষ্ট ইউনিটের কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৩ নভেম্বর এ ইউনিটের বিজ্ঞান শাখার মেধা তালিকা হতে ১-২২০ পর্যন্ত ও বাণিজ্য শাখার ১-৮৩ পর্যন্ত সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন ১৪ নভেম্বর একই ইউনিটের মানবিকে মেধাতালিকার ১-৩০১ ও সংশ্লিষ্ট ইউনিটের কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটার সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৯৫০০ টাকা সাথে নিয়ে আসতে হবে। এছাড়া কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।এদিকে প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক ড. শামসুল হক প্রধান।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।