ওসমানীনগরে এসওএস শিশু পল্লীতে গ্রন্থাগার উদ্বোধন

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাবা-মায়ের যত্ন হারানো সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে অনুপম ও ব্যতিক্রমী প্রয়াস সিলেট এস ও এস শিশু পল্লীতে প্রতিষ্ঠিত করা হয়েছে গ্রন্থাগারের। ফুলেরমতো সাজানো পরিবারগুলোতে বেড়ে উঠা শিশুরা মনের আনন্দে ঘুরে বেড়ানোসহ ইচ্ছমতো খেলাধূলার পাশাপাশি বই পড়ার জাগরণ সৃষ্টির মাধ্যমে জাতীয় পর্যায়ে অবদান রাখার প্রত্যাশায় প্রতিষ্ঠিত গ্রন্থাগারটি প্রধান অতিথি থেকে উদ্বোধন করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ ডেস্কের ইনচার্জ শ্যামল বনিকের সার্বিক তত্ত্বাবধানে এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ওসমানীনগরের দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেটে নবপ্রতিষ্ঠিত লাইব্রেরীর উদ্বোধনকে ঘিরে মঙ্গলবার আয়োজন করা হয় অনাড়ম্বর অনুষ্ঠানের। এস ওএস শিশু পল্লীর সিলেটের সহকারী পরিচালক মাজহারুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মো: রফিকূল ইসলাম, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, সিলেটের এসপি কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের ইনচার্জ শ্যামল বনিক, থানার অফিসার ইনচার্জ এসএম মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) মাকসুদুল আমিন,এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের কো-অডিনেটর রাজিব কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
বক্তব্য রাখেন এসওএস শিশু পল্লী সামাজিক কেন্দ্র সিলেটের ইনচার্জ তানভির আহমেদ, প্রোগ্রাম অফিসার অঞ্জন চন্দ্র দাশ, মা হেলেনা বেগমসহ আরও অনেকে। অনুষ্ঠানে কমোলমতি শিশুদের সাথে একই সুরে সংগীত পরিবেশন করতে দেখা যায় মানবিক পুলিশ সুপার খ্যাত ফরিদ উদ্দিন পিপিএমসহ অতিথিদের। অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ এস ওএস শিশু পল্লীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।