বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
১১ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ ১০ দিন আটকে রেখে ধর্ষণের পর ১১ দিনের মাথায় ওই কিশোরীকে উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার সুনাতলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ধর্ষক সাইফুল ইসলাম ইউনসুকেও (৪২) গ্রেফতার করে পুলিশ। সে বিশ্বরপুরের সুনতালা গ্রামের মেরাজ আলীর ছেলে। দীর্ঘদিন থেকে সে বিশ্বনাথের পৌদনাপুর গ্রামে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছিল। গতকাল শনিবার দুপুরে কিশোরীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরিদন শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা চান মিয়া বিশ্বনাথ থানায় অপহরণপূর্বক ধর্ষণের একটি মামলা দায়ের করেন (মামলা নং ৬)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রতœা বেগম।
তিনি জানান, নেত্রকোণার কালিয়ারা এলাকার বাসিন্দা চান মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে বিশ্বনাথ নুতন বাজারে বসবাস করছিলেন। আর অভিযুক্ত সাইফুল ইসলাম ইউনুসও নতুন বাজারে ঠেলা চালান। এরই সুবাধে চান মিয়ার সঙ্গে ইউনুসের পরিচয় হয়। এক পর্যায়ে ইউনুছের মেয়েকে জোরপূর্বক নিজ গ্রামের বাড়িতে তুলে নিয়ে ১০ দিন আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ইউনুস। পরে বিষয়টি জানতে পেরে তারা (পুলিশ) ইউনুসকে তার গ্রাম থেকে গ্রেফতার করেন এবং ওই কিশোরীকে উদ্ধার করেন।