দিরাইয়ে নির্মাণাধীন সেতু ভেঙ্গে আহত ১০

19

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর এলাকার মরা সুরমা নদীতে নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় সাঁটারিং ভেঙ্গে একজন সরকারী কর্মচারী সহ অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলাস্থানীয় সরকার প্রকৌশল অফিসের মাঠ কর্মী আসলাম (৩৫)। সেতুর নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক সনজিত দাস (২৫),  সাহাবুদ্দীন (২৬), স্বপন সূত্রধর (২৪), আশিক মিয়া (৪৫), অরবিন্দ দাস (৫০), শামীম মিয়া (১৬) কে দিরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের কে প্রাথমিক চিকিৎসায় দেওয়া হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ও শ্রমিকদের সাথে আলাপ করলে তারা জানান, নির্মাণাধীন মরা সুরমা নদীর পশ্চিম পাড়ে ঢালাইয়ের কাজ চলছিল বিকাল ৪টার দিকে হঠাৎ সেতুর সাঁটারিং ভেঙ্গে নিচে পড়ে গেলে অফিসের মাঠ কর্মী ও শ্রমিকরা আহত হন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেনের মোবাইল ফোনে বার বার রিং দিলে তিনি রিসিভ করেননি।