বিশ্ব ডাক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

9
বিশ্ব ডাক দিবস উপলক্ষে সিলেট প্রধান ডাকঘর এর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বিশ্ব ডাকদিবস উপলক্ষে সিলেট প্রধান ডাকঘর এর হল রুমে গতকাল ৯ অক্টোবর বুধবার সকালে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক।
সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাষ্টার জেনারেল মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান ডাকঘরের বৈদেশিক ডাক বিভাগের এপিএমজি আফাজ উদ্দিন, ডাক জীবন বিমার এজিএম তৌহিদুর রহমান, পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান পাঠান, পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রকিব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক আহমদ প্রমুখ।
প্রধান ডাকঘরের পরিদর্শক রুনু চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে ২০১৯ সালে কর্ম দক্ষতা ও সেবার মানের উপর ভিত্তি করে ৯ জন কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
এর আগে সকাল ১০টায় প্রধান ডাকঘরের সামন থেকে ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক ও সহকারী পোস্ট মাষ্টার জেনারেল মুজিবুর রহমান এর যৌথ নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি