‘লা-মাযহাবীদের অপপ্রচার : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে গিয়াস উদ্দিন ফুলতলী ॥ লা-মাযহাবীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না

55

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা Pic Fultoliমুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, যুগে যুগে মুসলিম সমাজে বিভিন্ন নামে বিভিন্ন বাতিল ফিরকার উদ্ভব হয়েছে। তথাকথিত আহলে হাদীস বা সালাফী নামধারী লা-মাযহাবীরা এ ধরনেরই বাতিল ফিরকা। এরা সমাজে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা হানাফীদের নামায হচ্ছে না, সহীহ হাদীসে আমাদের পক্ষে কোনো দলীল নেই ইত্যাদি বলে এরা অপপ্রচার চালাচ্ছে। এদের অপপ্রচার বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। তিনি মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন, লা-মাযহাবীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমাদের সকল আমলের দলীল কুরআন-সুন্নাহর মধ্যে আছে। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদীন কুরআন-সুন্নাহ অনুসরণে দ্বীনের যে বিষয় যেভাবে করেছেন আমরা সেভাবেই করছি। আমাদের মাযহাবসহ চার মাযহাব সত্য। চার মাযহাবের বাইরের সকল মতবাদ ভ্রান্ত। এ হিসেবে আহলে হাদীস একটি ভ্রান্ত মতবাদ। এদের চক্রান্ত থেকে মুসলমানদের রক্ষা করতে হবে।
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী গতকাল শুক্রবার বাদ জুম্মা সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদে দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে ‘লা-মাযহাবীদের অপপ্রচার: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দারুল ফিক্র ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর সদস্য সচিব উপাধ্যক্ষ মাওলনা আবু ছালেহ মোঃ কুতবুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আবদুল মুনঈম, সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছালিক আহমদ, সিলেট সরকারী আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুল মুছব্বির ও বাদেদেওেরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা নজমুল হুদা খান প্রমুখ।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, সোবহানীঘাট কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামছুল হুদা, বুরাইয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সোনাতলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা বশির উদ্দিন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি নজির আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, সিলেট মহানগর আল ইসলাহ সভাপতি আলহাজ্জ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, নর্থইস্ট ইউনিভার্সিটির লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, আল ইসলাহ নেতা মাওলানা হাফিজ মনজুর আহমদ, হাফিজ তরিকুল ইসলাম তোফা, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুছ ছবুর, মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, মাওলানা আলা উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা আবু বকর মোহাম্মদ নুরী, মাওলানা জইন উদ্দিন, মাওলানা শাহীদ আহমদ, সিলেট মহানগর তালামীযের সভাপতি হুমায়ুনুর রহমান লেখন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি