ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

100

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে :
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরী, বিস্কুট বেকারী ও ফুটপাতের এক ওষুধ বিক্রেতার সুমন সরকার (৩২)’র কাছ থেকে ৩ হাজারসহ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান এ জরিমানা আদায় করেন। সুমন সরকার কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইছফপুর গ্রামের মুসলিম সরকারের পুত্র। সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পয়েন্টে হারবাল জাতীয় ওষুধের নামে অনুমোদনহীন যৌন ও স্বাস্থ্য বর্ধকের ওষুধ বিক্রির অপরাধে গোবিন্দগঞ্জে অবস্থানরত ইউএনও মুজিবুর রহমান সুমন সরকারকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মুজিবুর রহমানের আদালতে সুমন সরকারকে হাজির করানো হলে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদিকে উপজেলার জাউয়াবাজারে ভাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরী, বিস্কুট বেকারীসহ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে ২১ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। লেভেল পরিবর্তন ও রং মেশানোর অপরাধে জাউয়া বাজারের ফিলিপ আইসক্রিম ফ্যাক্টরী থেকে ১০হাজার, মেঘনা বেকারী এন্ড কনফেকশনারীজ থেকে ৭হাজার, তাহমিনা রেষ্টুরেন্ট থেকে ৩হাজার ও পিংকি রেস্তোরাঁ থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।