বটেশ্বর, পীরেরবাজর, দাসপাড়া ও মেজরটিলায় পথসভা ॥ জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি বিনির্মাণ করুন

48

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ(মার্কসবাদী) প্রার্থী কমরেড উজ্জ্বল রায় ২৩ ডিসেম্বর সদর উপজেলার বটেশ্বর, পীরেরবাজর, দাসপাড়া ও মেজরটিলায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড আ.ক.ম জহিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাইদুল, মহিতোষ দেব মলয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রুবাইয়াৎ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহসভাপতি সঞ্জয় কান্ত দাস, সদর উপজেলার আহ্বায়ক বিশ্বজিৎ শীল। এছাড়া দলের নেতা কর্মীরা সদর উপজেলার খাদিম, বড়জান, কালাগুলো চা বাগানে, নগরীর ১১নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড, ১৮-১৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে কমরেড উজ্জ্বল রায় বলেন, মৌল মানবিক অধিকার থেকে বঞ্চিত করে মানুষকে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করাকেই গণতন্ত্র বলে প্রতিষ্ঠা করতে চাইছে। আজ এই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। মানুষ নিজের ভোটটি দিতে পারবেন কিনা তা নিয়ে শংকায় আছেন। তাই জনগণের অধিকার আদায়ের একমাত্র গ্যারান্টি গণ আন্দোলন। তারই অংশ হিসেবে আসন্ন নির্বাচনে কোদাল মার্কায় ভোট দিয়ে আন্দোলনের শক্তিকে বিকশিত করবেন।
এমতাবস্থায় জনগণের মৌল মানবিক অধিকারসহ সকল অধিকার রক্ষার দাবিতে বাসদ (মার্কসবাদী) আন্দোলন করছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোদাল প্রতীকে ভোট দিয়ে অধিকার আদায়ের সংগ্রামকে বিকশিত করার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, রুবাইয়াৎ আহমেদ, প্রসেনজিৎ রুদ্র, তৌহিদুজ্জামান জুয়েল, মাইনউদ্দীন মিয়া, লক্ষ্মী পাল, ফাহিম আহমেদ চৌধুরী, আল আমিন, বিশ্বজিৎ শীল, শেখ শামসোজ্জামান কাঞ্চন, তানজিনা বেগম, আসিফ রহমান,রাফি, শাওন,খায়ের,সানজিদা, ইকরাম,পিনাক সজীব প্রমুখ। বিজ্ঞপ্তি