এনডিএফ’র ৩ মহিলা কর্মীসহ জাতীয় ছাত্রদল নেতার জামিনে মুক্তি

39

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এনডিএফ’র মহিলা কর্মী, গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য ফাইমা বেগম, লাইলী বেগমসহ জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১৫ ফেব্র“য়ারি আদালত তাদেরকে জামিনে মুক্তি দিলে ১৬ ফেব্র“য়ারি সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। আশুগঞ্জ স্থলবন্দর সাম্রাজ্যবাদীদের অবাধ ব্যবহার বন্ধসহ বিভিন্ন দাবিতে ২৭ ফেব্র“য়ারি আশুগঞ্জ নাটাল মাঠে অনুষ্ঠিতব্য এনডিএফ এর কেন্দ্রীয় সমাবেশের লিফলেট বিতরণ করতে গেলে সিলেট নগরীর চামেলীবাগ আবাসিক এলাকার ৩৫নং বাসায় কয়েকটি বখাটে যুবক মহিলা কর্মীদের সাথে খারাপ আচরণ করে। একই বাসায় ভাড়া থাকা র‌্যাব-৯ এর একজন সদস্যও খারাপ আচরণ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে র‌্যাব সদস্য পুলিশে খবর দিলে শাহপরান থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দকালে জব্দ তালিকায় লিফলেট উল্লেখ করলেও তাদের নিকট থেকে নেওয়া ১,৭৫০/- টাকা এবং একটি রশিদ বইয়ের কথা জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি। কারাগার থেকে মুক্তি পাওয়া মহিলা কর্মী ও ছাত্রনেতা নাজমুল হোসেন পারিবারিক ভাবেই প্রগতিশীল রাজনীতির সাথে সম্পর্কিত। সদ্য কারামুক্ত মহিলা কর্মীদের সাথে অশালীন আচরণের প্রেক্ষিতে র‌্যাব সদস্যসহ বখাটে যুবকদের নামে পৃথক অভিযোগ প্রদানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতি, সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি