রোভার লিডার ওরিয়েন্টেশনে জেলা প্রশাসক ॥ স্কাউট আন্দোলনকে জোরদার করতে লিডারশীপদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে

33

OLYMPUS DIGITAL CAMERAসিলেটের জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেছেন, স্কাউট সুশৃংখল জীবন যাপনের শিক্ষা দেয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে স্কাউট আন্দোলনে শরিক করতে পারলে মানসিক পরিবর্তন সাধিত হবে। শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত স্কাউটকারীরা সৎ এবং নিষ্ঠাবান হয়। তাই স্কাউটের প্রতি আমাদেরকে আরো আগ্রহী হয়ে স্কাউট আন্দোলনকে আরো গতিশীল করতে নেতৃত্বদানুকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ২৪ এপ্রিল সকাল মদন মোহন কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রফেসর মোঃ আবুল কালাম চৌধুরী এলটি’র সভাপতিত্বে শাহ মিনহাজ রহমান উডব্যাজার এর পরিচালনায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ সিলেট জেলা রোভার স্কাউট সহ-সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক এ,কে এম, সাইদুজ্জামান এলটি। সিলেট জেলা রোভার স্কউটের  কমিশনার জহির উদ্দিন আমিন, জেলা রোভার স্কাউট এর কোষাধ্যক্ষ ডাঃ শাহজামান চৌধুরী বাহার, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের উপ-আঞ্চলিক কমিশনার (গবেষনা ও মূল্যায়ণ) ও সিলেট জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ মবশ্বীর আলী উডব্যাজার, এম. সি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক উডব্যাজার। শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ইমরান আহমদ তুহিন, গীতা পাঠ করেন সঞ্জিতা সরকার। বিজ্ঞপ্তি