জেব্রা ক্রসিংয়ের দাবিতে নাজিরবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

48

BRAC-PHOTO-2স্টাফ রিপোর্টার :
নাজিরবাজারে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সিলেট-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী স্কুলগুলোর শিক্ষার্থীদের। এতে প্রায়ই রাস্তা পারাপার হতে গিয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। জেব্রা ক্রসিং থাকলে অনেকটাই এ দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তাই জেব্রা ক্রসিংয়ের দাবিতে গতকাল বুধবার সকাল ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার নামক স্থানে ৫ শতাধিক শিক্ষার্থীরা এ বিষয়ে মানববন্ধন করেছে।
“সড়কে নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার এর জন্য সিলেটের নাজিরবাজার জয়বুনছো গার্লস হাই স্কুল এবং আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট ব্র্যাকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নাজিরবাজার জয়বুনছো গার্লস হাই স্কুল এবং আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্র্যাক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়বুনছো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমদ জায়গীরদার, আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: মফুর আহমদ, শারমিন আক্তার, শামসুন্নাহার খানম, বিপ্লব কুমার দাশ তালুকদার, প্রীতি রানী কর, হালিমা সুলতানা, অমিত চন্দ, জুমারা ফেরদৌস চৌধুরী, মোবারাকা সুলতানা, মোছা: ফাতেহা বেগম, দিপা রানী দেব, মো: ইকরাম হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো:আখলুছ মিয়া, মো:ফারুক আহমদ, মতছির আলী, সেবুল মিয়া, এবং ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের ব্র্যাক সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী, যোগাযোগ কর্মী রাফিন মাহমুদ, কল্যাণ ব্রত চাকলাদার নিরাপত্তা বিষয়ক স্বেচ্ছাসেবক সৈয়দ নুরু মিয়া, শামসুল ইসলাম সুমন, জাহেদ আহমদ, এবং দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ প্রমুখ। পরে সওজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে এক স্মারকলিপি দেওয়া হয়।