শরৎ এলে

38

কবির কাঞ্চন

নদীর চরে ফুটে যখন
সাদা কাশফুল
তখন বুঝি শরৎ এসে
করে ব্যাকুল।

ব্যাকুলতা বাড়ে আবার
বৃষ্টি হলে
ফুলপরীরা নৃত্যে মাতে
মিষ্টি জলে।

বৃষ্টি ফোটা ঘাসের বুকে
তুফান তুলে
প্রজাপতি পাখি উড়ে
ফুলে ফুলে।

ফুলের মধু আহরণে
অলি ছুটে
সৃষ্টি সুখের জোয়ার আসে
দুঃখ টুটে।

বাংলা সাজে রূপের রানী
শরৎ এলে
অপার সুখে ফড়িং নাচে
ডানা মেলে।