বিএনপি, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ॥ গুম, হত্যা, নৈরাজ্যের ইতিহাস বড়ই নির্মম

48

chatrodall sylhetসিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করতে অগণতান্ত্রিক স্বৈরাচারিনী হাসিনা সরকার একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতৃবৃন্দকে তারা গুম করে রেখেছে। নির্মম হত্যাকান্ডের মাধ্যমে লাশের স্তুপে দাঁড়িয়েও প্রশাসনের রক্ত পিপাসা মিটছেনা। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকা ও বিএনপিকে ধ্বংসের জন্য তাদের হীন পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত। তিনি বলেন,  গুম, হত্যা, নৈরাজ্যের ইতিহাস বড়ই নির্মম। জনগণ দেশ ধ্বংস ও গণহত্যার দায়ে এ সরকারের বিচার একদিন এদেশের মাটিতেই করবে। দিকে দিকে আন্দোলনের স্ফুলিঙ্গ আজ দাবানলে পরিণত হয়েছে। এ দাবানলে শেখ হাসিনার মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি নেতাকর্মীদের অবৈধ সরকারের দানবীয় অপশক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রিয় ষড়যন্ত্র বন্ধের আহবান জানান।
গতকাল মঙ্গলবার বেলা দুইটায় নগরীর মিরাবাজারে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশ শেষে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দিপক রায় এবং ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টুর যৌথপরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সাইদুল ইসলাম কাদির, আলতাব হোসেন বিলাল, রুজেল আহমদ চৌধুরী,  মাহবুব হোসেন মিলন, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আব্দুল কাইয়ুম, দেওয়ান নিজাম খান, মুহিবুর রহমান লিটন, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, সাদিক শিকদার, মিসবাউল আম্বিয়া, আশরাফ উদ্দিন রাজিব, ফরিদ আহমদ, আমিনুর রহমান, মুমিনুর রহমান জনি, ভূলন কান্তি তালুকদার, দেলোয়ার হোসেন, এস এম ফখরুল ইসলাম, শেখ সামসুদ্দিন, সাকিব আল হাসান  ছানার, আব্দুস সালাম, এ ইউ মিজান, ইমদাদুল হক খান, আরাফাত রহমান, রাসেদ আহমদ, কয়সর আহমদ সাহেদ, মুহিবুর রহমান, সোহানুর রহমান সোহাগ, ফয়সল আহমদ, তাহছিন  আহমদ, ইকবাল হোসেন, সৌরভ আহমদ, হাসান রেজা, কামরুল ইসলাম, জাকির হোসেন, কুদ্দুস আহমদ, সুমন আহমদ,  সামিউল হাসান সানি,  তানভির আহমদ খান, সাইফুল ইসলাম জয়, হেলাল আহমদ, মাইদুল ইসলাম মিঠু, শোভন শাহাজাহান আবিদ, তানজির আহমদ ওমর ও আফজল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি