ভোরের কাগজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চেয়ে সিলেটে মানববন্ধন

3
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানি মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত ও বার্ত সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সিলেটের গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় সভাপত্বি করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
ভোরের কাগজের সিলেট ব্যুরো চীফ ফারুক আহমদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বাকবিশিস সিলেট মহানগরের সভাপতি অধ্যাপক অজয় কূমার রায়, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটের ডাক পত্রিকার চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, প্রথম আলোর সিলেট ব্্ুযরো সুমন কুমার দাস, দৈনিক উত্তরপূর্বের প্রধান প্রতিবেদক তালুকদার আনোয়ারুল, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন জিলন, দৈনিক জৈন্তা বার্তার বার্তা সম্পাদক খালেদ আহমদ, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট এর সভাপতি অমিতা বর্ধন, সহ সভাপতি হিমাংশু রায় হিমেল, সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন, সাবেক সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, পাঠক ফোরাম সিলেট পরিবারের সদস্য হীরা মোহন রায়, শুভ্রা গুপ্ত, আব্দুর রহমান, আজাদ মিয়া, হেলাল আহমদ, ভোরের কাগজের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দৈনিক স্বাধীন বাংলার সিলেট প্রতিনিধি আবুল কালাম কাওছার, দৈনিক জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার শাহীদ হাতিমী, ভোরের কাগজ বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক শহীদুল ইসলাম, পল্লব ভট্টাচার্য, ফারহান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি