সরকার সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে – অতিরিক্ত জেলা প্রশাসক

47

ADC Saber Aktar 18.3সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার বলেছেন, বর্তমান সরকার সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনসাধারণকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আমরা স্বাধীন দেশের মানুষ স্বাধীন দেশে বসবাস করছি। যে, যে ধর্মেরই হইনা কেন আমরা সবাই মানুষ। সবাই এ দেশের নাগরিক। সকল নাগরিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে। দলিতদের উদ্দেশ্যে তিনি বলেন, সুখী-সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষাবান্ধব বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে ২৬১৯৩টি বিদ্যালয়ে সরকারী করণ করা হয়েছে।
তিনি গতকাল ১৮ মার্চ বুধবার সকালে সিলেট জেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ দলিত পরিষরে উদ্যোগে ও পরিত্রাণ সিলেট এরিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত দলিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সংলাপ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দলিত পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি দিলিপ রবি দাস এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মিলন রবি দাস এর সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ রবি দাস। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিয়া খালেদ, পরিত্রাণ সিলেট শাখার প্রোগ্রাম অফিসার তারেক সরকার, পরিত্রাণ সিলেট এরিয়া এ.ও. বিজয় দাস, বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডঃ বিজয় রবি দাস, সাংগঠনিক সম্পাদক সাবুল রবি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ রবি দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন রবি দাস, জেলা মহিলা সম্পাদক কুন্তী রাণী রবি দাস, প্রচার সম্পাদক রতন রবি দাস, বালাগঞ্জ উপজেলা সভাপতি কাজল রবি দাস, বাবুল রবি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রা রাণী দাস, স্বর্ণালী রাণী দাস, সুজেস রবি দাস, বকুল রবি দাস, মাখন রবি দাস, বাবুল রবি দাস, মদন রবি দাস, আরতী রাণী দাস, কানাই রবি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি