বিজয়ের মাস ডিসেম্বর

46

জেড এম শামসুল :
আজ ২ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে সীমান্ত এলাকা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনীর তাড়া খেয়ে শহরমুখী হতে থাকে। পলায়নের সময় হানাদার বাহিনী ও তার দোসররা বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়। বিভিন্ন স্থান থেকে পিছু হটতে অসংখ্য কালভার্ট, ব্রীজ ধ্বংস করে। এদিন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী নতুন নতুন স্থান দখলের মধ্যে দিয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখে। এদিন সিলেট, চট্টগ্রাম, খুলনায় বিভিন্ন স্থান মুক্ত হয়। এ সময় পাকিস্তানী হানাদার বাহিনী সেখানে হত্যা-লুটপাট সহ নিরীহ বাঙালিদেরকে হত্যা করে। এদিন অব্যাহত যুদ্ধের সময় নিরীহ জনসাধারণ প্রতি ঘরে ঘরে গর্ত করে আত্মরক্ষার চেষ্টা চালায়। এদিকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যুদ্ধযাত্রা অব্যাহত থাকে। এদিন হানাদার মুক্ত এলাকায় স্বাধীনতা প্রিয় মানুষের উল্লাসে এলাকা মুখরিত হয়ে উঠে।