কোর্ট পয়েন্টে সমাবেশে মেয়র আরিফুল হক ॥ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সালমান শাহ হত্যার বিচার ত্বরান্বিত হোক

37

আইনী প্রক্রিয়ার মাধ্যমে সালমান শাহ হত্যার বিচার ত্বরান্বিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের অহংকার ছিলেন। তার হত্যাকান্ড সিলেটবাসী কিছুতেই মেনে নিতে পারে না। তার স্মৃতি রক্ষার্থে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সালমান শাহ স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। বৃহস্পতিবার বেলা ২ টায় সালমান শাহ ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটি ও সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের যৌথ উদ্যোগে  সালমান শাহ’র জন্মদিনে কোর্ট পয়েন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুর হক চৌধুরী একথা বলেন। সালমান শাহ ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী মো: দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সালমান শাহ’র মা বেগম নীলা চৌধুরী বলেন- আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালমান শাহ হত্যার বিচারের যে প্রতিশ্র“তি দিয়েছিলেন তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আমার ছেলের ভক্ত, শুভাকাক্সিক্ষ সবাইকে নিয়ে আমার ছেলে হত্যার বিচারের দাবী বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখব, তিনি আরও বলেন, সালমান শাহ’র শ্বশুর শফিকুল হক হীরা সালমান শাহ নিয়ে যে কটাক্ষ  করেছেন তার নিন্দা জানাই। সালমান শাহকে নিয়ে, তার বাড়ীর ঠিকানা নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাই। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের প্লাটুন কমান্ডার, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক শেখ আব্দুস সোবহান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, কাউন্সিলর রাজিক মিয়া ও শামীমা স্বাধীন, সালমান শাহ ঐক্যজোটের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আলমগীর কুমকুম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। ইকবাল আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন- সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, সাংবাদিক এস সুটন সিংহ, সালমান শাহ ঐক্যজোটের সদস্য সচিব ফারজানা খানম ঝুমা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জহির খান, সালমান হায়দার, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি জাবেদুল ইসলাম (দিদার), সাংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েস আহমদ সাগর, মো: অমিত হাসান, মেরাজুল আম্বিয়া, আফতাবুল কামাল রেকি, যুক্তরাজ্য প্রবাসী শরীফ খান, মাহফুজ হাসান তান্না, এনামুল হক মুরাদ, হাসান আহমদ, মান্না দাস, মুন্না করিম, আওলাদ হোসেন, আশরাফুজ্জামান, আমিন তাহমিদ, আল আমিন, মহানগর ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, ফারজানা আহমদ মীম, মঈনুল হক স্বাধীন, জাকওয়ান হোসেন, রতœা বেগম, পারভীন খান প্রমুখ। সভায় বক্তারা সালমান শাহ’র হত্যার বিচারের দাবিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন গাজী মাও: মো: সিরাজুল ইসলাম ছুরুকী। বিজ্ঞপ্তি