জকিগঞ্জে রিমান্ডে শিবির নেতার চাঞ্চল্যকর জবানবন্দি ॥ বিএনপি-জামায়াত নেতাদের হুকুমে নৈরাজ্য সৃষ্টি করি

24

zakigonj pic 12.03.15জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারী দেলোওয়ার লস্করের একদিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার ১৬৪ ধারায় জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আকবর হোসেনের আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি প্রদান করেছে। সে আদালতকে জানায়, জামায়াত-বিএনপির সিনিয়র নেতাদের হুকুমে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি করি। তাদের নির্দেশে পুলিশের উপর আক্রমণ করা হয়। জকিগঞ্জের বাবুরবাজার সহ উপজেলার বিভিন্নস্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের দায় স্বীকার করে শিবির নেতা আরও বলে, নাশকতার সময় বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন সিনিয়র নেতা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, শিবির সভাপতি শহিদুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মীর নাম প্রকাশ করে। জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত দেলোওয়ার লস্করকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য শিবির সেক্রেটারী দেলোওয়ার লস্করের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় পুলিশ এসল্ট মামলা, অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক অভিযোগে গত ১৬ ফেব্র“য়ারী রাতে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন তাকে আটক করেন।