সংসদকে ব্যবসায়ীদের ক্লাবে পরিণত করতে দেয়া যাবে না – কমরেড উজ্জ্বল রায়

25

পথসভায় কমরেড উজ্জ্বল রায় বলেন, আজ যখন নির্বাচন সমাগত তখন রাজনৈতিক দলগুলো আবারও ক্ষমতায় যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে উঠেছে। আজ তারা জনগণকে মৌল মানবিক অধিকার থেকে বঞ্চিত করে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করাকেই গণতন্ত্র বলে প্রতিষ্ঠা করতে চাইছে। আজ এই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। মানুষ নিজের ভোটটি দিতে পারবেন কিনা তা নিয়ে শংকায় আছেন।
তিনি আরোও বলেন, তাই জনগণের অধিকার আদায়ের একমাত্র গ্যারান্টি গণ আন্দোলন। তারই অংশ হিসেবে আসন্ন নির্বাচনে কোদাল মার্কায় ভোট দিয়ে আন্দোলনের শক্তিকে বিকশিত করবেন। বেলা ২টা থেকে ৮টা মধ্যে মুক্তিযোদ্ধা চত্ত্বর, পুরাতন রেল গেইট, কোর্ট পয়েন্ট, নতুন বাজার, এবং সাহেবের বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী)র সিলেট-১ আসনে নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট হুমাযুন রশীদ সোয়েবের সঞ্চালনায় এবং সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ক.ম জহিরুল ইসলাম, ,শফিকুল ইসলাম, মুখরেছুর রহমান, রেজাউর রহমান রানা,তামান্না আহমেদ, সঞ্জয় কান্ত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি