ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণের বার সহ সিভিল অ্যাভিয়েশন কর্মচারী আটক

19

স্টাফ রিপোর্টার :
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মোসাব্বের আলী নামক সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীর কাছ থেকে সোয়া এক কেজি পরিমাণ ৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মোসাব্বের গোয়াইনঘাটের নয়াগ্রামের বাসিন্দা। তিনি সিভিল অ্যাভিয়েশনে এলআর পদে কর্মরত।
গতকাল বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৮ অবতরণের পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়- বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা সম্পন্নকালে মোসাব্বেরের গতিবিধি গোপন ক্যামেরায় (সিসিটিভি) সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে তল্লাশি করে সোয়া এক কেজি পরিমাণ আটটি স্বর্ণের বার জব্ধ করা হয়।
স্বর্ণের বারগুলো কিভাবে, কার কাছ থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।