জগন্নাথপুরে টাকার অভাবে মসজিদ নির্মাণ কাজ বন্ধ

52

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে টাকার অভাবে দীর্ঘ এক মাস ধরে মসজিদ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন মসজিদ কমিটির সদস্যরা। নিরুপায় হয়ে মুসল্লিরা নামাজ আদায় করছেন মাদ্রাসার একটি কক্ষে।
মসজিদ কমিটি ও স্থানীয়রা জানান, বিগত প্রায় ৬০ বছর আগে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামবাসীর উদ্যোগে কবিরপুর জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুরাতন মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় গত প্রায় ৩ মাস আগে পুরাতন মসজিদটি ভেঙে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। মসজিদ কমিটির ফান্ড ও বিভিন্ন ব্যক্তিদের আর্থিক সহায়তায় মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলে। এর মধ্যে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মসজিদের কিছু কাজ হয়।
তবে হঠাৎ করে আর্থিক সংকটে পড়ে থেমে যায় মসজিদের কাজ। এতে রীতিমতো বেকায়দায় পড়ে যান মসজিদ কমিটি। মসজিদ নির্মাণ কাজ শেষ করতে ৫৫ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে ১০ লাখ টাকার কাজ হয়েছে। বাকি ৪৫ লাখ টাকার অভাবে দীর্ঘ প্রায় এক মাস ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এতে মুসল্লিরাও চিন্তিত হয়ে পড়েছেন। কিভাবে মসজিদের কাজ শেষ হবে। নাকি মসজিদটি আর নির্মাণ হবে না। এমন নানা প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না। তাই মসজিদের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে মসজিদ কমিটি দেশ-বিদেশে থাকা সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার মসজিদ কমিটির একজন সাবেক ইউপি সদস্য আহমদ আলী বলেন, কবিরপুর জামে মসজিদ নির্মাণ কাজ শেষ করতে আরো ৪৫ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে টাকার অভাবে এক মাস ধরে কাজ বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে আল্লাহ এর ঘর মসজিদ নির্মাণ কাজ শেষ করার স্বার্থে দেশ-বিদেশে থাকা সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। কেউ যদি সহায়তা করতে চান তাহলে দয়া করে আমার ০১৭৬৪-২৮২০৩৬ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।